মঙ্গল কোট
এক অখ্যাত নাম
এক অখ্যাত বাজার
থানা- কেশবপুর, জেলা- যশোর
অমঙ্গল খুঁজে পাইনি কিছু কখনও
নেই কোন আড়ম্বর
তবু স্মৃতিতে গেঁথে গেছে চিরতরে
মাঝে মাঝে প্রশ্ন জাগে
কেন এতটা দখল এই বাজারের
কেন আমার ইন্দ্রিয়গুলোকে
এত ছুঁয়ে যায় সময়ে অসময়ে
আমি বুঝতে পারিনা
বুঝতে চাইওনা বোধহয়
শুধু চাই চিরস্থায়ী হয়ে যাক
আমার ভাঙ্গা হৃদয়ের শেলফে
যখন স্মৃতির অব্যর্থ তীর আমার
হৃদয়কে এ ফোঁড় ও ফোঁড় করে দেয়
তখন আমি বেজায় শান্তি অনুভব করে
ফেলি আত্মায়
বুঝে ফেলি মঙ্গলকোট বাজার আবার
ঘিরে নিয়েছে আমার তাবৎ স্নায়ুজগতকে
ইচ্ছে করেই নাড়া দেইনা এটাকে
থাকুক না বহুক্ষণ
আমায় জুড়ে।

তোমায় নিয়ে শুধু পার হয়েছি বাজারটা
থামিনি এক দন্ডও
বাইকটিকে অবসর দেইনি এতটুকু
তুমি বসে রয়েছে পিঠ জুড়ে
কেবল ভেবেছি ছেড়ে যাচ্ছি
মঙ্গলকোট বাজার
কিয়ৎ পরেই পৌঁছে যাব আমার প্রাণপ্রিয় সাগরদাঁড়িতে
তবু ভাবি এতটা ভাবায় কেন বাজারটা
উত্তর আসে নির্বিঘ্নে
তুমি শকুন্তলা
ছিলে দুষ্মন্তের সাথে।