শেষ  দেখা হয়েছে সেই কবে
তারিখটা মনে নেই
শেষ দেখার ঘ্রাণ আজো প্রদক্ষিণ করে নাসারন্ধ্র।