কেবল অভিমানটা শিখিও আমায়,
ভালবাসা নয়,
অভিমান ভালবাসার সতীন নয়,
আপনা আপনি এসে যাবে।