নিস্তব্ধতার বাজখাঁই আওয়াজে
হৃদয়ে লেগেছিল তালা
তুমি  চাবি হয়ে আঁচড় কেটেছিলে পটভূমিতে ।