বৃষ্টির আগাম ধ্বনি শুনতে পাই আমি,
কানে আসে কালবোশেখীর চীৎকার,
শুনতে পাই নিকষ কালো মেঘের গুরু আওয়াজ,
কান পেতে রই আরেকটি ধ্বনি শোনার জন্য,
কিন্তু যা শুনতে চাই তা কানে আসে না,
হারিকেনের আলোটা মৃদু করে দেই,
বেরিয়ে আসি খোলা জোছনায়,
পুকুরর ঘাটে,
পুকুরের জলে জোছনার অবিশ্রান্ত নাচ চোখে পড়ে,
কানে আসে ঝি ঝির একটানা চীৎকার,
কানে আসে না যা শুনতে চাই,
রাত ছিঁড়ে ফুড়ে শেয়াল ডাকে,
ডাহুকী ডাকে ডাহুককে,
ঝরাপাতা ঝড়কে,
সব কানে আসে,
কেবল কানে আসে না যা শুনতে চাই
বহুযুগ ধরে,
পুকুরের জলে রাতের ঘুম চোখে পড়ে,
ওপারের গাছগুলো যেন অষ্পস্ট দানো,
মনের কানে আজও বাজে নূপুরের শব্দ,
তোমার পায়ের বৃষ্টি নূপূর,
একদিন শুনেছিলাম,
আমাদের নোনাভূমিতে
এক গোধূলি লগ্নে,
আজও কান পেতে রই,
যদি কানে আসে,
সেই নিক্কন,
কিন্তু কানে আসে না যা শুনতে চাই।