কালো টিপটা কি করলি
সরিয়ে রেখেছিস বোধহয়,
আয়নাটা কি এখন আর বলে না একটু বাঁকা হয়েছে
ভালবাসার প্রথম মহাযুদ্ধে
পেয়েছিলাম আমি
মাটিতে পুঁতে রাখা
ধ্বংসের পাশে
সেই কালো টিপ,
পুরনো দেরাজে পড়ে আছে
স্রোতহীন নদের মত
কপালও হয়তো একদিন ভুলে যাবে
মধ্য গগনের কালো চিহ্ন,
রোজ দেখব না
দেখবো না
শাড়ীর আটপৌরে সাজ,
টিপটা কি করলি
আজ অমাবস্যা
আজ কপালে দিস কিন্তু।