এ তোমার সেই চিরচেনা হাসি মুখ,
একবার এসেছিলে
দুইবার এসেছিলে
তিনবার
এরপর বহুবার
এই কপোতাক্ষ তীরে
অতঃপর
তোমায় ডেকে ডেকে বিদীর্ন হয়েছে ফ্যাকাশে কালো ফিঙে
ভীড় করেছে যত অমাবস্যা তোমার ফিনফিনে চুলে
ভীড় করেছে কত ক্ষয়ে যাওয়া নক্ষত্র
আমি ডেকেছি কত শতবার
কন্ঠে ছিঁড়ে গেছি
চোখে এনেছি গাঢ় শ্রাবণ
ফেরনি তুমি
হেঁটে চলে গেছ নিষিদ্ধ দহে
আমি কপোতাক্ষে রেখেছি হাত,
হাত রাখতে যদি কখনো ফের তুমি।