কতটা বিষন্ন আমি তা তুমি খোঁজ নাকো
সমগ্র গাছগুলো থেকে বসন্ত ঝরে গেলেও
আমি খুঁজেছি তোমার সুখ
গভীর আঁধারেও তোমার অবয়ব খুঁজতে হয় না আমায়
আঁধারের গভীরতাই আমায় বলে দেয় এ আমার ঝরা বসন্ত
কতটা অভিমানী আমি তা তুমি খোঁজ নাকো
আকাশের নীল দেখেই আমি বুঝে নেই
আজ তুমি সেজেছ নীলে নীলে
বসন্ত ঝরে গেলেই বা কি
আবার আসবে
কেবল তুমি আমাকে দিলে ঝরা বসন্ত
অনন্ত অনন্ত।