মনে করো তুমি কালবৈশাখী ঝড়,
আর আমি নিঃসঙ্গ মেঘ
অথবা তুমি নিঝুম দ্বীপ
আর আমি পিয়ালের বন
কিম্বা তুমি সমুদ্রের আকাশ ছোঁয়া ঢেউ,
আমি বেলাভূমি,
তুমি দীর্ঘকায় রাত ,
আমি শীর্ণকায় ভোর,
তুমি নক্ষত্ররাজি
আর আমি ঘন কুয়াশা
অথবা তুমি ফিনিক্স
আর আমি ছাই,
মনে করো তুমি ডুমুরের ফুল
আর আমি দূরবীন,
তুমি শিউলী,
আমি পূর্ণিমা রাত,
তুমি দেবদারু
আমি গ্রানাইট,
তুমি কচুপাতা আর আমি জল।
আমি ভালবাসি
আর তোমার কেবলই ভুলে যাওয়ার ছল।