এখানেই ফিরেছি আমি পাঁচশো বছর পর,
কত কাল গেছে কেটে,
কত সময় গেছে ডুবে নক্ষত্রকে সাথে নিয়ে
আঁধারের দহে,
কতবার চাষীরা ধান মাড়িয়েছে তোমার ঘরের কোণে,
যেখানে শিউলী ফুলে কুয়াশা ঝরে আর শুকোয়,
জোছনা গুনেছি ঘুমন্ত রাতে
ঐ নক্ষত্রের মাঠে,
দূরে শিশিরের হাতছানি,
ভিজেছি নির্ঘুম রাতে একা একা,
আকাশের শিকে ছিঁড়ে কত মেঘ গলে
জল হয়ে গেল,
এখানেই ফিরেছি আমি পাঁচশো বছর পর,
রাশি রাশি চিটেয় মাঠ গিয়েছে ভরে,
মাটির দেয়ালে ঝুলে আছে গোবরের টিপ,
তোমার গোয়ালের কোলে,
এখানেই ফিরেছি আমি পাঁচশো বছর পর,
তোমার আঁচলে রসুন পোড়ার ঘ্রান,
কপালের লাল টিপ ঝরে গেছে হাতে,
তুমি গাইছ বিন্নী ধানের গান,
শালিখের সাথে,
এখানেই ফিরেছি আমি পাঁচশো বছর পর।