দূরত্বটা খুব বেশি ছিল না
হাতের মাপে মাত্র কয়েক
তবু কাছে আসতে পারিনি ততটা
যতটায় নিঃশ্বাস ছুঁয়ে যেতে পারে চোখের পাতা
দূরত্বটা কেবলই সমান্তরাল
রেললাইনের মত
সারা জনম ছুটলাম পাশাপাশি
ঘিরে নিলাম যোজন যোজন দূরত্ব
মিলন হয়ে রইল ডুমুরের ফুল।