এ ছন্দ আমার নয়
এ ছন্দ প্রকৃতির
এ ছন্দ হিংস্র শকুনীর
এ ছন্দ নিরীহ পারাবত প্রিয়ার
বহু মনীষী ছেড়েছে পথ
এ ছন্দের বিভীষিকায়
আমার পথটাও টলমল বহু দিন
যবে এ ছন্দ ছুঁয়েছে আমায়
কিম্ভূতকিমাকার স্বপ্ন গুলো কেবল প্রদক্ষিণ করে আমায়
নিশিদিন
হৃৎপিন্ডে ঢেউ ওঠে অবিরাম
খলসেমারীর ঝিলের মত
ধ্রুপদী বাতাস ছিঁড়ে নেয়
আমার অনুভূতিগুলো
কখনো মনে হয় নানকিংয়ের চিনামাটির
মন্দিরে ঘুমিয়ে আছি বহুকাল
কখনো মনে হয় ফিনিক্সের মত
ভস্ম থেকে সবে জন্মেছি মাত্র
হৃদয়ের কাতারে হৃদয়
সারিবদ্ধ ছন্দ
হাতছানি দেয় পথিককে
পথ ভুলে যাবার তরে
আমার পথটাও টলমল বহু দিন
যবে এ ছন্দ ছুঁয়েছে আমায়
ছন্দটাকে কে যেন ভালবাসা বলে ডেকেছে
সবে বুঝতে শুরু করেছি গোলমালটা কোথায়।