চোখে রোপন করেছি মেঘের চারাগাছ
চোখের জলে ভিজিয়েছি শেকড়
জীবন্ত রেখেছি বারো মাস,
এ প্রতিজ্ঞা আমার
বৃষ্টি শেখাবো তোমায়
চোখে চোখে বেড়ে ওঠা মেঘ আজ হাঁটতে শিখেছে
এটা পেল না ওটা পেল না বলে
বায়না জমেছে মনে
চোখের কোনে ঝরেছে জল
এ প্রতিজ্ঞা আমার
বৃষ্টি শেখাবো তোমায়
তুমি ঝরে যাবে শ্রাবন ভেদ করে
ভাদরের বেঢপ ভ্যাপসায়
তোমার বৃষ্টি
ছুঁয়ে যাবে আমায়
বৃষ্টি শেখাবো তোমায়।