জানো দিন কয়েক আগেও
ছিলাম এক আকাশ মেঘ,
তুমি আমায় মেঘ বালক বলে ডাকতে
সেই পড়ন্ত গোধূলিতে,
তোমার আকাশটাকে আমি ঢেকে দিতাম সাদা সাদা মেঘে,
সূর্য তোমায় ছু্ঁতেও পারতো না,
আজ আর তুমি আমায় মেঘ বালক বলে ডাকতেই পারবে না,
আজ আমি হয়ে গেছি বৃষ্টি,
অঝোর,
ভেব না, এই বৃষ্টিতেই ভিজবে তুমি,
আর আমি তোমায় ডাকবো বৃষ্টি বালিকা।