শিকড় উপড়ে ফেললেই কি সবটা মোছা যায়?
পরাগরেণু ছুঁয়ে গেছে অচ্ছুত বাতাস দূত
তুষারের মত ছড়িয়ে যাবে আবার
রূপ নেবে কুঁড়িতে
কতটা আর উপড়াবে তুমি?