ব্যবধান কতটুকুই বা তোমাতে আমাতে
কয়েক মুহুর্ত মাত্র
এইটুকুই
তবু হৃদয়ে হৃদয়ে সন্ধি হতে
কাটিয়ে দিলাম একটি ভরা জনম।