আমি ভিনদেশী নই,
আজো মাটির সোঁদা গন্ধ বেরোয়
আমার ঝাঁকড়া চুলে
আমি পরদেশী নই
ঐ ইছামতিই আমার ঘর,
কত মলিন গোধূলিতে সাঁতরে গেছি ঝিল
আমার বাঁশের বাঁশীতে কেঁদে ঘুমিয়ে পড়েছে
কত নিশুতি রাত,
কত রজনী গিয়েছে কেটে মাছের ক্রন্দন শুনে
মাতাল ঝড়ে উড়িয়েছি কচুর পাতা
কত কালবোশেখী মাড়িয়েছি নিদাঘ সাঁঝে
আমি চীৎকার করি বাতাসে
আমার জন্মভূমিতে,
আমি ভিনদেশী নই,
দুই বিঘা ভূঁই আমার,
বাপ দাদার,
পিছনে আছে উজান সন্ন্যাসী
আর দশাসই চৌদ্দ জোয়ান,
রাত গভীরে,
প্রাণ ফিরে আসে জমির আইলে,
ঘিরে নেয় যত ভিনদেশীদের রোয়াক,
আমার উঠোন হারিয়ে যায়,
আমার ভূমি মুছে যায়,
আমি হয়ে যাই ভিনদেশী
আপন বাসভূমে পরবাসী।
আমি আজো চীৎকার করি
আমি ভিনদেশী নই।