আবার যদি কখনো দেখা হয়ে যায়
বহু যুগ পরে আড়ংঘাটার মোড়ে
রাস্তার ধারে আকাশ খোলা রেস্টুেরেন্টে
বলবো আমার শরীরের সবটুকু ছিল হৃদয়
যা দিয়েছিলাম তোমায়
তোমার চোখে ছিল বন্ধ্যা নক্ষত্র
আলো দিতে শেখেনি ওরা
কখনো খুঁজে পাওনি আমার হৃদয়ের চোখের জল
ততদিনে হয়তো ভেঙ্গে গেছে
তোমার কুয়াশা সরানো হাসি,
নখগুলো আর বাড়েনি
থেমে গেছে সোনালী চুলের পথচলা,
তখনো আমার শরীরের সবটুকু থাকবে হৃদয়
যা আমি তোমায় দিয়েছিলাম
যখন ডাহুক নীড়ে ফেরে
ডাহুকীর জন্য
নিয়ে আসে খই রঙা ঘাসফড়িং
আর আমি ফিরবো সবটুকু হৃদয় নিয়ে
তখন হয়তো আমাদের কপোতাক্ষ বলে কিছু থাকবে না
মরে হয়ে যাবে বিলীন রেখা মাত্র,
তখনো তোমার জন্য থাকবে
আমার সবটুকু হৃদয়।