অত গভীর চোখে মেঘ দেখতে নেই
প্রতি পরতে পরতে খুঁজে পাবি অযুত কলঙ্ক,
তুই কি মেঘদূত হবি?
তোর কালিদাস হতে হবে,
পারবি?
যাযাবর প্রজাতি ওরা, কি হবে জেনে ইতিহাস,
এবার থেমে যা,
বরং চোখ মেলে দেখ আকাশ নীল,
কতটা নীচু
চাইলেই ছুঁতে পারবি
তেপান্তরের বাতাস ঘুড়ি যখন
সরাবে না নীল
খোঁপায় গোলাপ গোঁজার মতই
পছন্দসই নক্ষত্র গেঁথে দিবি
যখন যেটা পারিস,
চরম আঁধারে যখন তোর মনের কাছে কেউ নেই
তুই নির্জন কালোয় বেসামাল,
চোখ মেলে তাকাস কেমন,
অনড় ঝাপসা নীল
তোয়ালে পরিহিতা তোর প্রিয়তমা
যেন অপলকে শুষে নিচ্ছে তোর সবটুকু ভালবাসা,
তোর চারপাশে ঘুরে যাবে অবিশ্রান্ত জোনাকি
শো শো শব্দে তোকে প্রদক্ষিণ করবে
রাত জাগা কত নাম না জানা পাখি
ঘুমন্ত রাতের খোপায় ঝুলিয়ে দিবি
অখ্যাত তারারাজি
অভয়ে তুই হেঁটে যাস প্রান্তর ছিঁড়ে
ছাদের মতই আকাশ তোকে বুঝে নেবে ঢের
বন্দি জীবন প্রাণ তরঙ্গে ফিরে যাবে
আর পিছিয়ে যাবে কৃষ্ণগহ্বর যুগ যুগান্তরে
তুই নীল চেয়ে নিস কেমন।