তুমি কেবলই চাও আমার বুকে মুষলধারে
বৃষ্টি ঝরুক,
যেন তুমি বৃষ্টি নূপূরের শব্দ শুনতে পাও
তুমি কেবলই চাও আমার বুকের সমুদ্রে
কালবৈশাখী আসুক,
যেন তুমি ঝড়ের চোখে কাজল টানতে পারো
তুমি কেবলই চাও আমার বুকের নদীতে
হুলস্থুল বান আসুক,
যাতে তুমি কাগজের নৌকা ভাসাতে পারো
তুমি কেবলই চাও আমার বুকের বেলাভূমিতে
পানকৌড়ি উড়ে যাক,
তুমি যেন ওদের গায়ে বরফ গলিয়ে দিতে পারো
তুমি কেবলই চাও আমি গাছ হয়ে
মাটিতে সেঁধিয়ে যাই
প্রতি ক্ষণ যেন তুমি আমায় ছুঁতে পারো
আর আমি
বুকের আকাশে বসিয়েছি চাঁদ
নিহারীকা লেপে দিয়েছি সবটুকু নীলে
নক্ষত্রের সমস্ত শরীর ধুয়ে মুছে
সাজিয়েছি আকাশটাকে,
ফেনা মেঘরাজিকে দলা পাকিয়ে ছুঁড়ে
দিয়েছি অজানায়
তুমি কেবল অপ্সরা হবে
ডানা মেলবে আমার আকাশে
আমার বুকের রঙধনু ঘিরে নেবে তোমায়
তুমি অহর্নিশ ভালবেসে যাবে আমায়।