প্রথম রোদ্দুর তোমায় দিলেম,
প্রথম উষ্ণতা না পাওয়াই থাক
তাতে কি বন্ধু, সূক্ষ্ম দেহে, সূক্ষ্ম প্রাণে,
সে আমিই তো ছিলাম,
আমিতো আছি...
দূরত্বের মায়াডোরে, যে অনুভূতি বাঁধা পরেছে
তারি অনিবার্য পরিণতি "তোমার স্মৃতি"।
তুমি ছিলে, তুমি আছো, তুমি থেকে যাবে
যেভাবে সহস্র বছর প্রকৃতির নিয়মে,
প্রকৃতি সেজেছে, সাজিয়েছে ধরণীরে
আপন করে, আপন ভেবে,
কেউ কি কখনো হিসেব রেখেছে!
এই ব্যস্ত শহরে আজো পলাশ ফোটে,
যা সময়ের অসময়ে ধুলোয় মলিন,
তবুও প্রকৃতি বসন্তরে নিয়ে,
হয় আত্মহারা নিজেরে সাজিয়ে,
দেখে নব রূপে, নতুন ভোরে,
নতুন সময়ে, নব বাতাবরণে,
কারণে কিবা অকারণে।।