ভুলে ভরা জীবন
দেবো কোথা আসন,
মনটাও অতি সংকীর্ন
হবি কোথায় অবতীর্ণ।
যদি পারিস মেনে নিতে
আসিস আমার জ্বীর্ন কুটিতে।
অকর্মা বৃত্তহীন জীবন
পাবি কোথা স্বর্ণ গড়ন,
অক্ষর জ্ঞানও বিবর্ণ
দেখতেও অতিশয় জ্বীর্ন।
যদি পারিস ভাবতে আমায়
আসিস আমার বস্তি পাড়ায়।
রচনাকাল: ১১।১২।২০১৬ ইং
মেহেরপুর প্রতিদিন, ১২ সেপ্টেম্বর ২০২০ ইং
দৈনিক ফুলকি, ১৪ সেপ্টেম্বর ২০২০ ইং