ভালোবেসো না বারবার
ভালোবেসো না যারেতার।
ভালোবেসো না একবার
ভালোবাসা দাও শতবার।
ভালোবাসলেই হয় না
ভালোবাসলেই সয় না।
ভালোবাসলেই জয় না
ভালোবাসলেই ক্ষয় না।
রচনাকাল: ২০।০৬।২০১৯ ইং
দৈনিক ফুলকি, ০১ মার্চ ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ১৬ মার্চ ২০২১ ইং