আমি খোলা আকাশের নিচে
অশ্রুসিক্ত দুটি চোখের জল মুছে,
এ হৃদয়কে শত বার বুঝিয়ে
কল্পনায় শুধু তোমাকে সামনে নিয়ে,
আমি প্রতিটি রাতে কবিতা লিখতে বসি
কারন, আমি যে তোমাকে ভালোবাসি।
কিন্তু কই কিছুই তো লেখা হয়নি
এ মনের শূন্যতায় ভাসো শুধু তুমি মহিনী।
অদম্য সাহস নিয়ে চঞ্চল মনে
নির্জনে পৃথিবীর এক কোনে,
এক হাতে টর্চের আলো জ্বেলে
অনেক বেদনায় দুটি আঁখি মেলে,
প্রতিটি রাতে কবিতা লিখতে বসি
এক সময় দেখি সূর্যের হাসি।
তবুও একটি শব্দও লেখা হয়নি
কারন, ভালোবাসি এখনো বলোনি।
রচনাকাল: ০৬।১২।২০১২ ইং
দৈনিক ঘাঘট, ১৩ নভেম্বর ২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৩ নভেম্বর ২০২০ ইং
সাপ্তাহিক বজ্রকথা, ০৮ অক্টোবর ২০২৩ ইং
দৈনিক ফুলকি, ০৯ অক্টোবর ২০২৩ ইং