আমি তোমাকে ভালোবাসি কারণ-
আমার ভিতরের তুমিটাই হলো তুমি,
ভালোবাসি তোমার বারবার প্রত্যাক্ষাণ
কেননা ওটা তুমি করেছো।
ভালোবাসি তোমার ছোট ছোট ফ্যাকাসে কেশ
ওগুলো শুধু তোমার তাই,
ভালো লাগে ফর্সা মুখের মাটি রঙের দুটি ঠোঁট
কারণ হলো ওটা তোমার ঠোঁট।
আমি মৃদু মৃদু হাসি
তোমার বলা অপ্রত্যাশিত উক্তিতে
বিরক্ত হই না তুমি বলেছো সেটা ভেবে।
শুধু ভালো লাগে না তোমার একটা অভ্যাস
সেটা হচ্ছে লিপস্টিক।
কেন জানো?
কারণ ওটা তোমার মত মেয়েদের জন্য নয়
ওটা তাদের,
যারা বাজারের পন্য হয়,
তুমি নিশ্চয় এমনটা হতে চাও না।
রচনাকাল: ০৪।০৯।২০১৬ ইং
দৈনিক ঘাঘট, ০৫ ফেব্রুয়ারি ২০২১ ইং
সাপ্তাহিক কবির কলম, ০৭ জানুয়ারি ২১ ইং