কী যে উদ্ভট সময়ের পিঠে চড়েছে বিশ্ব
এত এত আলোতেও ঘিরেছে নীল আঁধার!
অসুস্থ পাগলা অশ্বের পৃষ্ঠে যেন
সওয়ার করেছে সু্স্থ যত সৃষ্টি!
মৃগাঙ্কের বেশে অমাবস্যার ভয়ঙ্কর উন্মেষে
সূর্যকিরণ যেন ফাঁকি দিবে এই পৃথিবীকে।
সত্য ও সুন্দর আজ বিদায় অভিমুখে
চিল-শকুনের সাথে হয়েছে সওদা।
আলো আঁধারের সাথে
দিন রজনীর সাথে,
দণ্ডিতের সাথে দণ্ডদাতা
ন্যয় অন্যায়ের সাথে।
অমানুষের সাথে মানুষ
রক্তের সাথে রক্তখোর
অস্ত্রের সাথে ভালোবাসার!
পুণ্যের সাথে পাপের,
সওদা হয়েছে আজ!
মিশে গেছে, সব একাকার।
কী যে উদ্ভট সময়ে চোখ মেললাম!
চর্তুদিক মদ আর রক্তের রং
এক করে দুটোয় গিলছে
গ্লাসে গ্লাস ঠেকিয়ে
ঠোঁটে ঠোঁট মিশিয়ে,
একেকটা অপ্সরার দেহ
শূকরের মত শুকছে
পরক্ষণেই দেখছে ওটা লাশ।
কী যে উদ্ভট সময়ের পিঠে চড়েছে বিশ্ব
এত এত আলোতেও ঘিরেছে নীল আঁধার!
রচনাকাল: ০২।১১।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ৩০ জানুয়ারি ২০২১ ইং
মেহেরপুর প্রতিদিন, ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইং