তুমি নারী, আকাশের মতো অসীম
সমুদ্রের মত বিশাল
মমতায় তুমি চির মহীয়সী
এদের চেয়েও বেশি যারা রবি-শশী।

তুমি নারী, বেদনার হন্তারক
যন্ত্রণাও গিলে ফেলতে পারো সহজে
পৃথিবীর প্রাণ জাতি গঠণে তুমি
বিশুদ্ধ চারণ ভূমি।

তুমি নারী, জন্মদানের মডেল
সর্বযুগের শ্রেষ্ঠ জন্মদাত্রী
তুমি নারী--- এক বিষ্ময়
তোমাতেই সব সুন্দর মিশে আছে নিশ্চয়।

নারী তুমি বলবে কি আমাদের
এতো এতো মহত্ত্ব ধরে রাখো কিসে?
কোটি কোটি সন্তান জন্মদানে
বিস্তর বুঝিয়ে দাও জীবনের মানে।

নারী তোমাকে অজস্র কোটি সালাম
তুমি ছিলে তাই আমরা বাঁচি
এই পৃথিবীর যতো সুন্দর্য দেখতে পাই
ভাবতে অবাক লাগে তুমি না থাকলে কিছুই নাই।

রচনাকাল: ২৫।০৮।২০২১ ইং
আলোকিত প্রতিদিন, ২৯ আগস্ট ২০২১ ইং
দৈনিক বিবৃতি, ২৯ আগস্ট ২০২১ ইং