তোমার শহর ইট পাথর কংক্রিট লোহায়
গড়া,
আমার শহর খঁড়কুটো আর হালকা টিনে
মোড়া।
তোমার শহরে নিঃস্তব্ধ মানুষের বুকচাপা
করুন কান্না,
আমার শহরে ধূলো আগাছায় ভরা শিশুর
মিছেমিছি রান্না।
তোমার শহরে দশতলা দালানে রঙিন কাঁচের
জানালা,
আমার শহরে পাট খড়ির উঁইলাগা খসে পড়া
ফাঁকা জানলা।
তোমার শহরের পাকা রাস্তায় কোটি টাকার
দামী গাড়ি,
আমার শহরের কাচা রাস্তায় কাঠের চাকার
গরু গাড়ি।
তোমার শহরে সন্ধ্যায় লাল নীল সবুজ বাতির
ছড়াছড়ি,
আমার শহরে অন্ধকারে জোনাকির অবিরাম
দোড়োদড়ি।
তোমার শহরে অতি আনন্দে উঁচু অট্টালিকার ছাদে
বৃষ্টিতে ভেজা,
আমার শহরে মধ্যরাতে ফুটো টিনের জলে হঠাৎ
আতকে উঠা।
তোমার শহরে ব্যস্ত রোডের পাশে চরম বিরক্তির
ঝনঝনানি,
আমার শহরে মায়ের হাতে  বেজে উঠা কাঁচের
সস্তা চুড়ি।
তোমার শহরে নিত্য কলকারখানা মেশিনের
কালো ধোঁয়া,
আমার শহরে শীতল ভোরে খড়কুটো জ্বালানো
উষ্ণ ছোঁয়া।
তোমার শহরের মোড়ে মোড়ে নিঃপ্রাণ মূর্তি
ঠাই দাঁড়ানো,
আমার শহরে কদম শিউলির পাগল করা
সুবাস জড়ানো।
তবুও তোমার শহরের এক উত্তম বাসিন্দা হতে
চাই আমি,
কেন জানো? তোমার আমার শহর কোনোটায় নয়
শুধু তোমাকে ভালোবাসি।

রচনাকাল: ১৫.১১.২০১৬ ইং