শুধু একটা পথ,
যে পথের ধূলোয় হাঁটবো
যতটা ইচ্ছে হয়-
দূরে চলে যাবো
অনির্ণীত দূরে।
শুধু একটা পথ,
যে পথে হাঁটবো আমি
হেঁটে হেঁটে ক্লান্ত হবো
যতটা ক্লান্ত হয়-
মেঘে বৃষ্টি ঝরে ঝরে।
শুধু একটা পথ,
যে পথের আড়ালে-
হঠাৎ লুকিয়ে যাবো
তোমাকে পাবার আশায়
কোন এক ধূসর সন্ধ্যায়।
তুমি কি সেদিন-
খুঁজবে আমাকে?
তোমার হৃদয় তল্লাটে,
পৃথিবীর আলো বাতাসে
অথবা বিষহীন বিশ্বাসে?
রচনাকাল: ২৪।০৫।২০১৮ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ৩০ অক্টোবর ২০২০ ইং
দৈনিক ফুলকি, ৩১ জানুয়ারি ২০২২ ইং
মেহেরপুর প্রতিদিন, ০২ ফেব্রুয়ারি ২০২২ ইং