সাধ ছিলো তোমাকে একটু ছুঁয়ে দেবো
সেটা আমার কাছে চন্দ্র-মঙ্গলে বনলতা সেনের
দৃষ্টির অবয়বে পাখির নীড় খোঁজার মতই।
জানি সেটা চাইলেই জোর জবরদস্তি করে
সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা ভেবে
টিনের কৌটা খুলে ঘ্রাণ নেয়া যায় না!
সেদিন বলেছিলে না! ভূত নামবে ঘাড় থেকে
আপনার ঘাড়ে যদি ক'টা কিল দিতে পারতাম।
সৌভাগ্য ভেবে নিতাম যদি হিংস্র আততায়ীও হতে
অন্তত তোমাকে ছুঁইবার সাধ মিটতো চিরতরে।
রচনাকাল: ০৯।১২।২০১৯ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৪ আগস্ট ২০২০ ইং