কোথাও কোন বর্ষণ নেই
এক ফোঁটা জলের ধারা নেই,
পৃথিবীর বুকে ধরেছে ফাটল
শুকিয়েছে পুকুর-নদী-জল।
শহর গ্রাম হয়েছে ধুলোর নগরী
তীব্র তাপদাহে ক্লান্ত পথিক, প্রহরী
আকাশের মুখ ঢাকা ধবল মেঘের আড়ে
সময় চলে যায় অসহ্য তাপ বাড়ে।
ঝিমিয়ে গেছে ফসল বৃক্ষ-লতা
বাতাসে বেড়েছে রুক্ষতার অসীমতা,
পশু-পক্ষি পতঙ্গরা হয়েছে বধির
জন মানব মহাক্লান্ত অস্থির।
রচনাকাল: ১১।০৪।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৬ এপ্রিল ২০২১ ইং