পৃথিবী গ্রহ আশ্রয়ে যতো সুশ্রী
ফুল পাখি ঝর্ণা, নদী ও নারী,
যেন বয়সের ভারে মিশে যায় অপাত্রে!
নর্দমায় বিলিন রূপসীর যৌবন ও রূপ!
বোঝে না বোকা, তাই খোঁজে না সুবাস
পড়ে থাকে সৌন্দর্যের মুল্য অর্থহীন!
ভালোবাসা কি সবাই বোঝে? শুধু-
অন্ধকারেই সেরে ফেলে উষ্ণ আলিঙ্গন।
সত্যি প্রেমিক পুড়ে পুড়ে ছাই চিরদিন
সৌন্দর্যের মুল্য দেবে তাই কেঁদে কেঁদে মরে!
রচনাকাল: ০৮।১২।২০১৯ ইং
দৈনিক যুগের আলো, ২১ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক সমকাল, ০৫ জানুয়ারি ২০২১ ইং