হাজার বছর পূর্বে যখন ছিলো আঁধার
সদ্য ভূমিষ্ঠ পৃথিবী, অভাব বড় সাদার।
               মানুষ বা সভ্যতায়
            কিম্বা কোন যোগ্যতায়,
কোথাও ছিলো না আলো বাহিরে কিম্বা অন্তরে
তারও অনেক পরে জ্বাললো আলো পাথরে।
             পাথুরে আলোর রশ্মি
             আনলো আশার শশী।

প্রযুক্তি ও অর্থনীতি, শিক্ষা-দীক্ষা সভ্যতায়
রাজনীতি, নব্যতায়, খাদ্য কিবা চিকিৎসায়,
              আজ পৃথিবীর আলো
             কেটেছে আঁধার কালো।
   তবু ভয় করে চলি, অতিরঞ্জিতের ভয়
চৌদিক তুষার জমা সেতো সাদাদীপ্তি নয়,
               শুভ্র আলোর আঁধার
                 সর্বময় একাকার।

রচনাকাল: ২৯।০৫।২০১৯ ইং