ওগো প্রিয়া
জুড়াও হিয়া,
তুমি আমার সবুজ পৃথিবী
তুমিই ধন-সম্পদ, উর্বর ভূমি,
হবে কি তোমার অভ্যন্তরে-
এ চাষীর জন্য কিঞ্চিত জমি?

ধরণীর ভূমিরূপে করিবো চাষ
লাঙলের কর্ষণে মিটাবো অভিলাষ।
ফুলে-ফলে-ফসলে
আসবে সুসন্তান,
রেখে যাবো আমাদের স্মৃতির পালক
হাজার বছরেও রবে অম্লান।

ওগো প্রিয়া
জাগাও ক্রিয়া,
চলো জোঁয়ারে পাল তুলে নৌকা বাই
কেন করো শুধু শুধু অবহেলা,
ভাঁটা এলে সব মিশবে মাটিতে জানি
জীবনের খেলাঘরে পড়ে এলে বেলা।

যাবোই যখন চলে
সকল মায়া ভুলে,
থাকতে সময়, করি অধ্যবসায়,
এই মহাসংসারে, বিরাট সভায়।
রেখে যাবো প্রেমময়ী স্মৃতির পালক
এসো প্রিয়া ছড়ায় প্রেমের আলোক।


রচনাকাল: ১৪।১১।২০১৭ ইং
দৈনিক ফুলকি, ১০ মে ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ২৬ জুলাই ২০২১ ইং