তোমার আলোয় দীপ্ত রজনী- শহরে
আলোকিত স্মৃতিগুলো হৃদয় নগরে,
চোখের পাতায় ধোয়া ভালবাসা ঝরে
বাসা বাঁধে সবুজেরা শুকনো এ চরে।

কথার ঢেউয়ে ভাসি, শীতল কম্পনে
হাসির ভেলায় নাশি, কঠিণ গোপনে,
জোছনা ছড়ায় চাঁদ মন স্বপ্নে দোলে
এমন মধুর ছবি বলো কে'গো ভোলে?

রাত্রি শেষে দিন আসে পৃথিবীর গায়ে
চাঁদ-তারা ঘুমে রয় দীপ্ততা হারায়ে,
নিরব দর্শক হয়ে উর্দ্ধে দৃষ্টি রাখি
শুভ্র ও নীলচে মেঘ ধরে অঙ্গে মাখি।

টিপ-টিপ রিম-ঝিম সুর তোলে জলে
তুমি আছো, তুমি আছো প্রকৃতি তা'বলে,
তুমি অবিনাশী তুমি সত্য ও সুন্দরে
তুমি আছো, তুমি রবে সৃষ্টির শিকড়ে।

রচনাকাল: ১৪।০৮।২০১৮ ইং
আমাদের গল্পকথা, ১৬ জুলাই ২০২০ ইং  
দৈনিক তালাশ টাইমস, ২৩ জুলাই ২০২২ ইং