সব প্রেম বুঝি ঠোঁটে ঠোঁটে
সব প্রেম বুঝি বুকের ভূ-ত্বকে,
সব প্রেম বুঝি বাঁকানো কোমরের খাঁজে
সব প্রেম বুঝি অঙ্গ ভঙ্গিতে।
সব প্রেম কি নির্জনতায় ভরা দুজনের অস্থির-অস্থির নরম গরম অবয়বের মাঝে?
সব প্রেম কি নগ্নতার চাঁদরে সভ্যতার আড়ালে হয়?
সব প্রেমই কি অন্তরঙ্গ সুখের মাঝে?
কেন, গোলাপি ঠোঁটের স্পর্শ ছাড়া,
শরীরি স্পর্শ ছাড়া কি প্রেম হয় না?
নগ্ন আদিমতা ছাড়া কি প্রেম হয় না?
আলিঙ্গন ছাড়া,
সুখের ভেতর ছাড়া কি প্রেম হয় না?
পাশাপাশি না বসলে,
হাত না ধরলে কি প্রেম হয় না?
সত্যি করে ভালোবেসে দেখো
স্পর্শ ছাড়াও প্রেম হয়,
সূর্য ও পৃথিবীর মত-- সত্যি প্রেম।
অন্তরঙ্গ সুখ ছাড়া দুঃখের মাঝেও প্রেম হয়
ঠোঁট বাদেও প্রেমের স্বাদ গ্রহন করা যায়,
যদি-দুজোড়া চোখ সাই দেয় প্রেমে;
চোখের ভেতর খুঁজে পাবে
সাগরের জলসম প্রেম।
শুধু একবার-- সত্যি করে ভালোবাসো
স্পর্শ ছাড়া যতটা প্রেম পাবে
হয়তো কোন দিন তা পাওনি।
রচনাকাল: ০৫।১১।২০১৮ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ০৮ নভেম্বর ২০২০ ইং