ওষুধে সারায় রোগ
খাবারে মিটায় ক্ষুধা,
অর্থে সম্পদের যোগ
সাহিত্যে প্রাণের সুধা।
আঁধার নামায় নিশা
ইবাদতে পরিশুদ্ধি,
বিপদে হারায় দিশা
ধ্যান-জ্ঞানে বাড়ে বুদ্ধি।
মেঘে মেঘে হয় বৃষ্টি
লোকে লোকে লোকারণ্য
ফুলে ফুলে কাঁড়ে দৃষ্টি
মুর্খতায় চির বন্য।
রচনাকাল: ২৪।১১।২০২০ ইং
দৈনিক আলোকিত দেশ, ০৫ ডিসেম্বর ২০২০ ইং