ভূ-পৃষ্ঠের অলিগলি কয়েকটি গ্রাম
গ্রাম জুড়ে অসংখ্য পশু-পাখি, জীব-জন্তু,
বৃক্ষ পর্বত নদী পোকামাকড়, সাথে--
মানুষের অবয়বে আটশো কোটি প্রাণী।
দুইভাবে তারা রাস্তা চলে
কেউ কেউ বন্ধুর, সোজা ও সত্যতে প্রাণ-পণে
কেউ বিষাক্ত বীভৎস ও ধ্বংসের আলোড়নে।
দুইভাবে তাদের খাদ্য গ্রহণ
কেউ সুস্বাদু বৈধ ও কল্যাণকর খাবার
হিংস্র কুকুর শূকরের মত বাকিদের আহার।
দুইভাবে তাদের পরিচয় মানুষ
কেউ ধর্ম-কর্ম ও ব্যবহারে সত্যি মানুষ
কেউ অবয়বে মানুষ তবে- প্রকৃতই অমানুষ।
আজ সত্যি মানুষের অসম্ভবরকম অভাব
তবু- অমানুষ হওয়ায় যেন আমাদের স্বভাব।
রচনাকাল: ২৪।১২।২০২০ ইং
দৈনিক সাত সকাল, ২৭ ডিসেম্বর ২০২০ ইং