কর্ম নামক চাকুরি নামে এক সোনার হরিণ
কোথায় থাকে সেই হরিণ?
কোন পথে গেলে পাবো তাকে?
একেবারে কম নয় মোটামুটি ফাইল ভরা সার্টিফিকেটে।
শেষ হলো গ্রাজুয়েশন
একটা সময় ছিলো এস.এস.সি পাশ ছিলাম যখন,
মা আমাকে নিয়ে গর্ব করে
ধর্না দিয়েছিলো অনেকের কাছে।
মা ভেবেছিলো আমি অনেক বড় হয়ে গেছি
অনেক শিক্ষিত হয়ে গেছি,
সেটা থাক, তারপর যখন উচ্চ মাধ্যমিক শেষ হলো
তখনও মা একই কাজ করেছিলো।
সকলের মুখে একই কথা ছিলো ছেলে পড়ছে পড়ুক
আমরা তো আছি, কষ্ট করে অনার্সটা শেষ করুক,
এখন তারা কোথায় গেলো?
জানি সবই তখন সান্ত্বনা ছিলো।
আসলে আমারও যোগ্যতা ছিলো না
তাদের ও কিছু করার ছিলো না,
এখন হয়তো কিছু যোগ্যতা আমার হয়েছে
কিন্তু তখনকার পদগুলোর ও যোগ্যতা বেড়েছে।
কোথাও যোগ্যতা বেড়েছে অর্থে
আবার কোথাও বা শিক্ষিত বেকারের অস্বাভাবিক বৃদ্ধিতে,
আমি এখন সত্যিই নিরুপায়
তবুও আছি সোনার হরিণের অপেক্ষায়।
রচনাকাল: ১৮।০৫।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ০৫ জানুয়ারি ২০২১ ইং