সময়গুলো এখন বড় অসময় হয়ে গেছে
সত্যিই বড্ড অসময় পার করছে জীবন।
আগে ভাবতাম সময় কিভাবে অসময় হয়?
সময় তো সময়ই,
অসময় বলে কিছু নেই,
হতে পারে দুঃসময়
তাই বলে একেবারে অসময়?
তা হয় কী করে?
অনেক মানুষ কথায় কথায় বলে-
এই অসময়ে কেন এলে?
অসময়ে ভেবে কী লাভ?
অসময়ে যেতে পারবো না
অসময়ে কোথা হতে এলে?
অসময়ে কথা কিসের? ইত্যাদি ইত্যাদি।
কখনও কখনও-
সময়ই অসময় হয়ে জীবনকে থমকে দেয়,
সময়ই অসময় হয়ে স্বপ্নগুলো ভেঙে দেয়,
সময়ই অসময় হয়ে অন্ধকারে ফেলে দেয়,
এখন হাড়ে হাড়ে বুঝি-
সময়ের নামই কিছু কিছু সময় অসময়।
রচনাকাল: ০৩।১২।২০১৮ ইং
মেহেরপুর প্রতিদিন, ০২ জানুয়ারি ২০২১ ইং
দৈনিক যুগের আলো, ০৫ জানুয়ারি ২০২২ ইং
দৈনিক সুবর্ণগ্রাম, ০৮ জানুয়ারি ২০২২ ইং
সাপ্তাহিক জন্মভূমি, ২৭ জানুয়ারি ২০২২ ইং