নির্মাণাধীন সিভিল সার্জনের নব্য ভবন
চারতলা ছাদ থেকে চক্ষুদর্পণে আসে
শহরের রকমারি ঘটনার আহত দৃশ্য।
পশ্চিমে তাকালেই দায়রা জজের বাংলো
পাঁচিলের উপর মরচে পড়া তাঁরকাটা।
ওপারে সুউচ্চ রুগ্ন সুপারি নারিকেল গাছ
লতাপাতা জঙ্গলে ঠাসা, নোংরা ড্রেন।
দক্ষিণে পৌরভবন, পূর্বে মুখোমুখি ব্যস্ত সড়ক
শত শত ভ্যান, অটোরিক্সা, প্রাইভেট কারের
অসহ্য চিৎকার-চেচামেচি অস্বাস্থ্যকর শব্দ,
ওপারে টেনিস ক্লাবের ব্যাটে-বলে ঠুক ঠাক।
পৌরসভার ময়লার গাড়ির অলিগলি ছুটাছুটি
উত্তরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ মোড়
অবৈধ মোটরসাইকেল আরোহীর গতিরোধ।
সব যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলো
পার্থক্যের বিচারে শহর ও গ্রাম এক আলাদা পৃথিবী।
রচনাকাল: ১৬।১০।২০২০ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, ২৯ জানুয়ারি ২০২১ ইং