এ বিশ্বের অগণিত সৃষ্টির নীড়ে-
এতো গ্রহ-নক্ষত্র,পাখ-পাখালির ভীড়ে-
একটিই সৃষ্টি, একজনই আছে মহামানবী
একজনই আছে পবিত্র তার দৃষ্টি।
একজনই আছে মমতাময়ী
মাত্র একজনেরই নিঃস্বার্থ চাহুনী,
পরিচিত একটি সহজ শব্দে-
মিশ্রিত অনেক স্নেহের সাধ আল্হাদে।
একটি ভালোবাসার রত্ন ভাণ্ডার অপ্রতুল
সকল সৃষ্টির একটিই মূল।
তিনি হলেন আমার 'মা'
মধু জড়ানো,স্বপ্ন রাঙানো সবার প্রিয় মা।
সাত আসমানের নিচে একটি জান্নাত
একক বিশ্ব পতির বড় নিয়ামত,
এই জান্নাতকে চলো সুসজ্জিত করি সবে
আটটি জান্নাত তবেই সজ্জিত হবে।

রচনাকাল: ১৪।০৫।২০১৭ ইং
সাপ্তাহিক মিযান, ২৬ ডিসেম্বর ২০২০ ইং