তিনি এইমাত্র আসলেন
বুলেটপ্রুফ গাড়ি থেকে সাঁই করে নামলেন
এখনই মঞ্চে উঠবেন
বক্তৃতা দেবেন হাজার হাজার জনতার মাঝে
তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে লাগলেন।

আমি হতবাক! তিনি'তো দেখি ল্যাংটা।

শুধু কাপড় কেন হবে?
ওর কথা-বার্তা, চাল-চলন, বিচার-বুদ্ধি,
হাসি-ঠাট্টা, খাবার-দাবার সব, সবকিছু
ওর দিকে তাকালেই— সবকিছু
ল্যাংটা ল্যাংটা হয়ে ভেসে উঠছে।

আচ্ছা, তবুও ওর কথা শুনে সবাই
বাহ্ বা দিচ্ছে কেন? তালি দিচ্ছে কেন?
ওর পক্ষে স্লোগান দিচ্ছে কেন?
বুঝেছি আমার চোখ দুটোই হয়তো ল্যাংটা
আর সবার চোখে বুঝি ছানি!

রচনাকাল: ২৩।০৬।২০২১ ইং
দৈনিক ফুলকি, ০৯ আগস্ট ২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন, ০৯ ডিসেম্বর ২০২৩ ইং
দৈনিক জন্মভূমি, ০৯ ডিসেম্বর ২০২৩ ইং