সুখ চেয়েছো সুখ!
সুখ ছিলো না পকেটে,
উড়ে গেলে সুখের খোঁজে
দূরদেশে ঐ রকেটে!
সুখ চেয়েছো সুখ!
সুখ ছিলো না ব্যাংকে,
চলে গেলে সুখের নেশায়
নিজুত কোটি অংকে!
সুখ চেয়েছো সুখ!
সুখ ছিলো না ছনের ঘরে,
বাঁধলে সে ঘর সুখের আশে
দামী ফ্ল্যাট রং শহরে!
রচনাকাল: ১৭।১২।২০১৮ ইং
দৈনিক জন্মভূমি, ১২ জুন ২০২১ ইং
দৈনিক সাত সকাল, ১৩ জুন ২০২১ ইং