বর্তমান সমাজের রক্ষক ও ভক্ষক
দেখেছে যেন ডুমুরের ফুল,
টাকা আর ক্ষমতায় ওরা সমাজপতি
অন্যরা হারিয়েছে মান-কুল!
যা সত্য ও ন্যয়
আজ গেলো কোথায়?
আঁতুড় ঘরে প্রসাব বেদনায় সেতো কাতর,
এদিকে জন্ম দিচ্ছে ক্ষমতার জোরে
অর্থের উষ্মতায়, মাদকে বেসামাল ঘোরে
কোটি কোটি মহাসত্যের।
দোষী যতো পিশাচ জানোয়ার
জুটলো একই জোটে,
নির্দোষ পেলো না সঠিক সম্মান
উঠলো সাজানো বিচারের কোর্টে।
এখন স্বার্থ ও টাকার লোভে জন্মিছে
উজ্জ্বল নক্ষত্রের মতো সব সত্য,
ইচ্ছে হয়- ইচ্ছে হয় আমার চিৎকার করে
গালি দেই ওদের, যা হবে অসভ্য অকথ্য।
বুকচাপা ক্ষোভে রক্তে আগুন জ্বলে যায়
শিরা-উপশিরা শরীরের অজানা সীমানায়।
কী আশ্চার্য! যারা বলছে তুমি চরিত্রহীন
তুমি পাপী, তুমি ধর্ষণ করেছো
টাকা দিয়ে মাটিচাপা দিতে চাইছো?
অথচ- অথচ সেটা ওরাই করছে প্রতিদিন।
ওরাই টাকা খেয়ে সত্যকে মিথ্যা
আর মিথ্যাকে মহাসত্য,
দোষীকে নির্দোষ, নির্দোষকে নির্দয়-
শাস্তিতে দণ্ডিত করছে নিত্য।
কী আশ্চার্য! সত্যটা আজ সত্য নয়
টাকায় কোটি কোটি সত্যের জন্ম হয়।
রচনাকাল: ২১।১১।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং