পৃথিবীর ভালোবাসা জীবনের যতো আশা
মিটে যাবে চিরদিন,
ন্যয়নীতি ভালো কাজ করি যদি নাই লাজ
থাকবে যা অমলিন।
শেষ বিদায়ের বেলা ভেঙে যাবে সব খেলা
বন্ধ হবে দুয়ার,
জীবন ভাটার টানে মৃত্যুর জয় গানে
রবে না আর জোয়ার।
স্বার্থের হীনতায় ভুলে গিয়ে ভনিতায়
করছি যে পাপকাজ,
সময়ের সীমারেখা শেষ হয়ে দেবে দেখা
জীবনে আসবে সাঁজ।
ধরণীর পরে তুমি দিন-রাত পাপ চুমি
গড়ো যত সম্পদ,
কিছুই যাবে না সাথে কোন লাভ নেই তাতে
হবে কঠিন বিপদ।
এসো হে সুপথ ধরি সকলে শপথ করি
বিধাতার দরবারে,
ওগো প্রভু নির্জনে ক্ষমা চাই শতজনে
মুক্ত করো সবারে।
রচনাকাল: ২৬।০৯।২০১৯ ইং
দৈনিক বিবৃতি, ২২ নভেম্বর ২০২০ ইং