অসীম ও অকৃত্রিম ভালোবাসা তোমার জন্যে
এ আত্মার তারকাঁটাবিহীন উন্মুক্ত প্রান্তরে।
তুমি তরুলতা হয়ে মিশে আছো-
আমার হৃদপিণ্ডে;
ঘড়ির কাঁটার মতো টিক টিক,
ধুক ধুক করে চলা হৃদয় স্পন্দনে।
তুমি জড়িয়ে গেছো এ ক্ষণকালের অবয়বে
সমস্ত প্রশাখাযুক্ত রক্ত নালীতে,
আমার চোখ, মুখ, মস্তিষ্ক, দুটি বাহু-
জিহ্বার স্বাদে, শরীরী গন্ধে একাকার তুমি।

ওগো… প্রেয়সী মুগ্ধ আমি
তোমার প্রেমময় ঝুলে থাকা অদৃষ্ট কুন্তল
নরম কমল উষ্ণ ওষ্ঠজোড়া
শ্রুতিমধুর তীরবিদ্ধ কণ্ঠস্বর,
তোমার মিষ্টি হাসি
কর্ণেতে অলংকার;
নয়ন জুড়ানো বহুরূপী সাজ প্রত্যক্ষণে
বিশেষ করে ওই আবির মাখা নীল চোখজোড়া।
    
তোমাকে চাই, জয়ী হতে পাগলের বেশে
তাই বলে ভেবোনা আমি উন্মাদ স্মৃতিহারা প্রাণী।
শুধু তোমার মধুময় ভালোবাসার জন্য-
আমি অসুস্থ, প্রেমাতুর প্রেমিক,
তুমি যে বেহেস্তের প্রহরী,স্বর্গাগত লালপরী
অধিক থেকে মহা অধিকতর
বহুরূপী তুমি দূর্লভ এক চির যৌবতী
যে আমার স্বপ্নে আসা নিশাচরের স্বপ্নকন্যা

রচনাকাল: ২৭।০৭।২০১৭ ইং
দৈনিক তিস্তা নিউজ, ১২ আগস্ট ২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ১৫ মার্চ ২০২১ ইং