বাস্তবিক মায়াজড়ানো স্বপ্ন ছিলে তুমি আমার
প্রতিটি শিরা উপশিরা ধমনীতে,
সমস্ত রোমকূপ দেহ মন শরীরে
আষ্টে-পৃষ্ঠে ঘিরে রেখেছিলে স্বপ্নের বেড়াজালে।
বেরোতে পরিনি আমি
নির্বাক স্বিকারোক্তিতে হয়েছি চির আসামি,
কখনও জানতে চাওনি
কখনও উপলব্ধি করোনি, বুঝতে চাওনি
মাত্রাটা কত ছিলো ভালোবাসার
প্রয়োজন মনে করোনি একবিন্দু কাছে আসার।
কিছুতেই বুঝতে পারিনি তুমি এভাবে-
জীবন আকাশে রং তুলিতে
আজীবন দুঃস্বপ্ন হয়ে রবে।
রচনাকাল: ১১।১১।২০১৬ ইং
দৈনিক ফুলকি, ২৩ নভেম্বর ২০২০ ইং
দৈনিক কালের চিত্র, ১২ নভেম্বর ২০২২ ইং