সময়টা পঁচিশে মার্চ গভীর রজনী ঊনিশ'শ একাত্তর
ভরা চাঁদের আলোতেও পাক-বাহিনীর কৃত্রিম অন্ধকার।
নিমেষে বিষিয়ে পড়েছিলো বঙ্গের নীল আকাশ
আর নীল হলো স্বাধীনতার সুবাতাস।
ওরা বাঙালির স্বপ্ন ভঙ্গের চেষ্টা করেছিলো
স্বপ্ন নয়, যথারীতি বাঙালির ঘুম ভেঙে গেলো।
কেননা মুজিবের মুক্তি সেনা ঘুমিয়ে স্বপ্ন দেখেনি
স্বপ্ন দেখেই ঘুমোতে গিয়েছিলো সেই নিশি।
নৃশংস-নির্মম গণহত্যায় সৃষ্টি হলো ভয়ংঙ্কর কালো রাত্রি
জেগে গেলো স্বাধীনতার সাত কোটি মুক্তি পিপাসু বঙ্গযাত্রী।
ঘুমন্ত মানুষের বুকে বিষাক্ত বুটের থাবায়
জ্বলে উঠলো জাহান্নামের অগ্নি বাঙালির রক্ত ধারায়।
বাঙালি স্বপ্ন দেখতে জানে, ভঙ্গ করতে শেখেনি
বাঙালি চোখে শুধু জয় দেখেছে, পরাজয় কী বোঝেনি।

রচনাকাল: ২২।০৩।২০১৫ ইং
দৈনিক যায়যায়দিন, ০৯ অক্টোবর ২০২০ ইং
দৈনিক বিবৃতি, পাবনা, ২১ ফেব্রুয়ারি ২০২১ ইং