বহুযুগ ধরে শুধু বই পড়েছি আমরা
পাঠ্যবইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে
থুথুগুলো রক্ত হয়ে গেছে, জিহবার অগ্রভাগ
শুকিয়ে গেছে। আঙুলগুলো আজ খুন হয়ে হয়ে
ভোতা আর বুড়ো,
এখন সময় বই পড়ার অবসাদ ভাঙার।
এখন সময় তেলাপোকা ইঁদুরের
এখন সময় উঁইপোকার
পাঠ্যবই তাদের বণ্টন করে দেওয়ার প্রয়োজন হয়নি
ওরা বোঝে আমাদের এখন ছুটির সময়।
স্পাইডারদের এখন ব্যস্ত সময় কাটছে
কলেজ বিশ্ববিদ্যালয়ের বারান্দায়
সুন্দরীদের সেই হাসিমুখে লোডশেডিং চলছে
সেখানে এখন রাজত্ব স্পাইডার-
ঘুন পোকার বিশাল কর্মযজ্ঞে।
বহুযুগ ধরে শুধু বই পড়েছি আমরা
এভাবেই গত হয়েছে অসংখ্য আমরা, শিক্ষা নেই নি।
সময় এখন শিক্ষা নেওয়ার
শুধু শুধু পড়ার সময় পার হয়েছে আজ
সময় এখন মানুষ হওয়ার।

রচনাকাল: ২৯।০৭।২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৭ আগস্ট ২০২১ ইং
সাপ্তাহিক মাদৈল, ০৯ আগস্ট ২০২১ ইং